দেবী দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত নড়াইলের সনাতন ধর্মাবলম্বীরা
রাতভর মাদকতাময় সুবাস ছড়িয়ে ভোরের মৃদু বাতাসে ঝরে পড়া শিউলির সমারোহ, নদীর ধারে কাশবনের সারি আর দিনের শুরুতে দূর্বাঘাসের ওপর জমে থাকা মুক্তোদানার মতো শিশির বিন্দু প্রকৃতিতে শরতের আগমনী বার্তা জানাচ্ছে। প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভক্তদের জন্য আঁচলভর্তি মমতা আর আশীর্বাদ নিয়ে এ সময়েই স্বর্গ থেকে মর্ত্যলোকে নেমে আসেন দেবী দুর্গা।