• 25 Apr, 2024

পবিত্র ঈদুল ফিতর সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে নড়াইলে প্রস্তুতি সভা

পবিত্র ঈদুল ফিতর সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে নড়াইলে প্রস্তুতি সভা

পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নড়াইল জেলার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিরাপদ, ব্যাংক, বিপনী বিতান, শপিংমলসমূহের নিরাপত্তা ও সড়কে যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নড়াইল শহরের ঈদগাহের নিরাপত্তা ও জামাতের সময় নির্ধারণ করা হয়।

এসময় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমামগণ। সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।