• 19 Apr, 2024

নড়াইল সদরে ঈদের দিনে এফডাব্লিউসিতে আগুন!

নড়াইল সদরে ঈদের দিনে এফডাব্লিউসিতে আগুন!

নড়াইল সদরের চালিতাতলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কল্যান কেন্দ্রে ১টি কক্ষে আগুনে খালি ঔষুধের কার্টুন ও ১টি বেঞ্চ পুড়ে গেছে।

ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) বিকালের দিকে নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের পিছনে এফডাব্লিউসিতে এ ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পেয়ে নড়াইল জেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।  

এদিকে আগুন লাগার খবর পেয়ে ওই এফডাব্লিউসিতে কর্মরত চিকিৎসক ডা. সনদ কুমার মিত্র, পরিদর্শক বিকাশ কুমার ভদ্র ও এফডাব্লিউভি ঝর্ণা সোম তাৎক্ষণিক এফডাব্লিউসিতে গিয়ে উপস্থিত হন।

প্রতিনিধিকে কর্মকর্তারা জানান, এফডাব্লিউসি’র পূর্বপাশের একটি কক্ষে ঔষধের খালি কার্টুন রাখা ছিলো। সেখানে কে বা কাহার দ্বার এ আগুন লাগিয়েছে তা আমরা জানি না। তবে ঈদের দিনে ফটকা-বাজি ফোটাবার সময় এ ঘটনা ঘটতে পারে। তবে আগুণে ঔষুধের কয়েকটি খালি কার্টুন ও একটি বেঞ্চ ছাড়া তেমন কোন ক্ষতি হয়নি বলে তারা জানান।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার শরিফুল জানান, নড়াইল সদরে চালিতাতলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কল্যান কেন্দ্রে আগুণ লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে পৌঁছাই। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলে। বাকিটা আমরা গিয়ে নিশ্চিত করি। তবে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি। কয়েকটি ঔষধের কার্টুন পুড়ে গেছে। কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি।