কিছু সংখ্যক চাকরিজীবীদের অর্থবৈভব, নাগরিক সচেতনতা ও বৈষম্যের বাস্তবতা!
বাংলাদেশে সরকারি চাকরি একটি আকাঙ্ক্ষিত পেশা। সীমিত সংখ্যক পদ, নিয়মিত বেতন, অবসর-সুবিধা এবং সামাজিক মর্যাদার কারণে এ চাকরি সমাজে বিশেষ কদর পায়। কিন্তু একই সঙ্গে একটি অস্বীকার করা যায় না এমন বাস্তবতাও আছে— অনেক সরকারি কর্মকর্তা তাদের বৈধ আয়ের বাইরে গিয়ে অঢেল অর্থ ও সম্পদের মালিক হচ্ছেন। এ বৈভবের উৎস কোথায়, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকলেও, সরাসরি জিজ্ঞেস করার সাহস খুব কম মানুষেরই থাকে।