চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন ডি ভিলিয়ার্স
বিপিএলে দেড় মাসের টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে সখ্যতা। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জার্সিটার পরেই জাতীয় দলের লাল-সবুজ রঙটা ধারণ করতে হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। রুদ্ধদ্বার অনুশীলনটাই ৫০ ওভারের ক্রিকেটের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতির মঞ্চ ছিল ওটাই।