কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রতি নড়াইল ভিজিএফ কর্মসূচির আওতায় ৪৯ হাজার ৩’শ ২৮ জন কার্ডধারী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কর্যক্রম শুরু হয়েছে।
নড়াইল পৌরসভার কার্যালয়ে পৌরসভার কার্ডধারীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভায় ৪ হাজার ৬’শ ২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানাগেছে, এ বছর জেলার ৪৯ হাজার ৩২৮ জন কার্ডধারীর জন্য ৪’শ ৯৩ দশমিক ২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে ।
এর মধ্যে জেলার ৩টি উপজেলায় ২০ হাজার ৪৩ জন কার্ডধারীর জন্য ২’শ ৪৩ মেট্রিক টন ও ৩টি পৌরসভায় ২৯ হাজার ২’শ ৮৫ জন কার্ডধারীর জন্য ২’শ ৯২ দশমিক ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে এবং এ কর্মসূচি পবিত্র ঈদ ঊল ফিতরের আগের দিন পর্যন্তু এ চাল বিতরণ কার্যক্রম চলবে।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।