• 03 May, 2024

আজ নড়াইলে বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু

আজ নড়াইলে বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু

আজ তিন দিনব্যাপী নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও নড়াইল-মাগুরা সড়কে ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়েছে।

বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার (০৮ মার্চ) সকাল ৭টায় নড়াইল শহরের সড়ক বিভাগের সামনে থেকে এ সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়।

এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন আজ সকাল সাড়ে ১০টায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও কিংবদন্তি ক্রিকেটার হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান।  

এবারের প্রতিযোগিতায় সর্বমোট ২৮ টি দল অংশগ্রহণ করছে। যেখানে রয়েছে ২৩টি জেলা দল এবং ৫টি সার্ভিস দল। প্রতিযোগিতায় অংশ নেওয়া জেলা সমূহ হচ্ছে

চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, রংপুর, কক্সবাজার, নীলফামারী, সাতক্ষিরা, সিরাজগঞ্জ , পঞ্চগড়, রাঙ্গামাটি, নাটোর , মাগুরা, জামালপুর, জয়পুরহাট, রাজশাহী, দিনাজপুর, নরসিংদি, বান্দরবন, গোপালগঞ্জ, টাকুরগাঁও, শরীয়াতপুর, লালমনিরহাট, ও স্বাগতিক নড়াইল জেলা ।

এছাড়া সার্ভিস দলগুলো হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল এবং বাংলাদেশ পুলিশ।