কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরু সভাপতি ও অ্যাডভোকেট শেখ তায়েব আলী আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নড়াইলকণ্ঠ: নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরু সভাপতি ও অ্যাডভোকেট শেখ তায়েব আলী আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার(৩১ জানুযারি) সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ১৪২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন কমিশনের পক্ষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.মাহমুদুল হাসান কায়েস।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো.শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির রাজু, গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মো.মিশকাতুর রহমান সজীব, আইন ও সমাজকল্যান সম্পাদক অ্যাডভোকেট লাভলী আকতার নির্বাচিত হন।
এছাড়া সদস্য পদে অ্যাডভোকেট বিএম মতিউর রহমান, অ্যাডভোকেট মো.টুটুল সিকদার, অ্যাডভোকেট খন্দকার ওয়ালিউল মাসুদ কোটন, অ্যাডভোকেট মো.জাহিদুল ইসলাম প্রিন্স ও অ্যাডভোকেট রওশান আরা বেগম নির্বাচিত হয়েছেন।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।