অরিজিৎ জাদুতে কাবু বাদশা, দামি গাড়ি ছেড়ে ঘুরলেন স্কুটিতে
বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা। জে বলভিনের মতো বিশ্ব খ্যাত তারকার সঙ্গেও হাত মিলিয়ে কাজ করেছেন তিনি। রোল্স রয়েস, ল্যামবর্গিনি, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউর গাড়ি—কী নেই তার গ্যারাজে! অথচ কলকাতার মুর্শিদাবাদে সঙ্গীতশিল্পী ও বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে বেড়াতে গিয়ে স্কুটি চড়ে বেশ খুশি বাদশা।