চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিন শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সুলতান মঞ্চ চত্বরে শিশু-কিশোর চিত্র শিল্পীদের হাতে কাগজ তুলে দেওয়ার মধ্যদিয়ে এ প্রতিযোগিতার শুভ সূচনা করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার হোসেন।
শিশু শ্রেণি থেকে শুরু করে ১০ম শ্রেণি পর্যন্ত চার বিভাগে মোট ৪শত শিশু-কিশোর চিত্রশিল্পী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংগ্রহণ করেন। শিশু-কিশোর চিত্রশিল্পীরা তাদের মত করে তাদের ভাবনা এবং আবেগ দিয়ে পেন্সিল, মোম রং আর রং-তুলির কারুকার্যে এঁকেছেন মনোমুগ্ধকর গ্রামা-বাংলার প্রকৃতি, গ্রামীণ মেলা, শিল্পী সুলতান, মুক্তিযুদ্ধো, বঙ্গবন্ধু ও ৭ই মার্চ, শ্রমজীবী মানুষ এবং বাংলার কৃষকসহ বিভিন্ন দৃশ্য। যা ফুঁটিয়ে তুলেছে তারা নান্দনিক ভাবে তাদের ছবির মধ্যে।
শিশু-কিশোর চিত্রশিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চিত্রশিল্পীদের নিয়ে দিনব্যাপি আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং ৪দিনব্যাপী সুলতান উৎসব ২০২৩ এর সহযোগি প্রতিষ্ঠান সিটি ব্যাংক নড়াইল জেলা শাখার সম্মানিত ম্যানেজার। এ সময় তাঁরা ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে ছবি আঁকার উপকরণ তুলে দেন।