তার কি লটারির টিকিট কাটার অধিকার আছে? এ নিয়ে অনুসন্ধানে নেমেছে কর্তৃপক্ষ। এত টাকার জেতার পর আনন্দের জায়গায় এখন চাকরি হারানোর ভয়ে আছেন ওই সাব ইনসপেক্টর।
জানা গেছে, সাব ইনসপেক্টার সোমনাথ জেন্দে মারাত্মক এক ক্রিকেট ভক্ত। ওয়ার্ল্ড কাঁপ জ্বরে কাঁপছে বিশ্ব। বিশ্বকাপের শুরুর আগে থেকে অনলাইন ড্রিম ১১ গেমে আসক্ত হয়ে পড়েন সোমনাথ।
অনলাইন লটারি গেম ড্রিম ইলেভেনের জন্য একটি টিম তৈরি করেন সোমনাথ। গত তিন মাস ধরেই এ প্ল্যাটফর্মে বাজি ধরছিলেন। ১০ অক্টোবর বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ ছিল। সোমনাথ সেদিনও নিজের টিম তৈরি করেন। ইংল্যান্ডের পক্ষে বাজি ধরেছিলেন তিনি। ইংল্যান্ডের দুরন্ত জয়ের সঙ্গে ভাগ্য খুলে যায় সোমনাথেরও। জিতে নেন দেড় কোটি টাকা। তারপরই তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চাকরিতে লটারি খেলা নিয়মবিরোধী কি না তা তদন্তে উঠে আসবে।
ইন্ডিয়া টুডেকে সোমনাথ বলেন, অনলাইন গেমিং ঝুঁকিপূর্ণ। এই গেম খেলার সময় সবাইকে সতর্ক থাকতে হবে। এই গেম খেলাকে অভ্যাসে পরিণত করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেক।