রবিবার ২৩ এপ্রিল দুপুরে তেলকাড়া গ্রামের দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় আধিপত্যেকে কেন্দ্র করে কামাল ও লিয়াকত গ্রুপের লোকজন নান্টু সিকদার ( ইউপি সদস্য) গ্রুপের লোকজনের উপর হামলা করে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ জনকে মারাত্মক জখম করেছে।
আহত হলেন ওই গ্রামের আকুব্বার সিকদারের ছেলে মোঃ নান্টু সিকদার( ৪৮) নান্টু সিকদারের ছেলে তাজমুল সিকদার (২৫) তছলু সিকদারের ছেলে নাজিম সিকদার (৩২) ও আজিম সিকদার (২৮) হেকমত সিকদারের ছেলে রমজান শেখ (২৯)
প্রমুখ। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত সাহা জানান, নাজিমের অবস্থা আশংস্ক জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান তেলকাড়া গ্রামের দুটি ২ যুগ ধরে ২ টি পক্ষ বিরাজমান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত।
এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে
নাই। লিখিত অভিযোগ দিলেল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।