10 Mar, 2025
20 mins read
494 views
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানে নড়াইলের ক্রেতা সাধারণের মনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভের ও ন্যায্য মূল্যের দোকান (ক্রয়কৃত দামে পণ্য বিক্রি) চালু করেছে। এ দোকানে ডিম, আলু, বেগুন, পেঁয়াজ ও রসুন এ কয়টি পণ্য দিয়ে দোকানটি করা হয়েছে। প্রতি পিচ ডিম ১০.৩০ টাকা, প্রতি কেজি আলু ১৬ টাকা, প্রতি কেজি বেগুন ৫৫ টাকা, পিয়াজ প্রতি কেজি ৩৫ টাকা, রসুন প্রতি কেজি ৭০ টাকা করে বিক্রি করা হচ্ছে।