কোটাকোল ইউনিয়নের জনতার কাঠগড়ায় মাশরাফী!
‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শিরোনামে এমন ব্যতিক্রমি থীম নিয়ে ২য় দিনের মতো লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের জনতার কাঠগড়ায় জবাবদিহিতা করতে দাঁড়িয়েছেন ‘জনতার সেবক’ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।