• 23 Jul, 2024

নড়াইলে পানিতে ডুবে প্রাণ গেল নানি ও নাতির

নড়াইলে পানিতে ডুবে প্রাণ গেল নানি ও নাতির

নড়াইলের লোহাগড়ায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে নানি হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি শিশু জিহাদের (৬) মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন ঢাকা মেইলকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত হিঙ্গুল বেগম শেখপাড়া বাতসী গ্রামের মৃত সরোয়ার খাঁনের স্ত্রী এবং তার নাতি লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের শিশু ছেলে মো. জিহাদ।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, সোমবার দুপুরের দিকে শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী রুবায়েত খাঁনের পুকুরে হিঙ্গুল বেগম ও তার নাতি মো. জিহাদ গোসল করতে যায়, এ সময় উভয়ই পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা অতিবাহিত হলেও তারা গোসল শেষে না ফেরায় তাদের খোজাখুজি করে স্বজনরা। পরে প্রতিবেশীরা ঐ পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

ওসি মো.নাসির উদ্দিন ঢাকা মেইলকে জানান, পানিতে ডুবে নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এছাড়া এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।