ভোক্তার অভিযানে নড়াইলে দুই বীজ ভান্ডারকে জরিমানা আট হাজার
স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে ভোক্তার বাজার তদারকিতে দুই বীজ ভান্ডারকে আট হাজার টাকা জরিমান করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ বাজারের মুস্তারি কমপ্লেক্সের পাশে মেসার্স নড়াইল বীজ ভান্ডারকে দুই হাজার এবং মুচিরপোল বাসস্ট্যান্ডের উত্তর পাশে মেসার্স মোল্যা বীজ ভান্ডারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।