শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নড়াইল সদরের গোবার বাজারে পার্থ স্টোরকে ৫০০০ (পাঁচ) হাজার, বিধান স্টোরকে ৫০০০ (পাঁচ) হাজার এবং ইবাদ আলী গোস ব্যবসায়ীকে ২০০০ (দুই)হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, আজ দুপুরে নড়াইল সদরের গোবার বাজারে পার্থ স্টোরকে এর আগে সতর্ক করার শর্তে তারা দোকানে মূল্য তালিকা প্রদর্শন করেননি। এ অপরাধে তাকে ভোক্তা আইনের ৩৮ ধারায় ৫০০০ (পাঁচ) হাজার জরিমানা করা হয়েছে। একই অপরাধ ও ধারায় বিধান স্টোরকে ৫০০০ (পাঁচ) হাজার এবং ইবাদ আলী গোস ব্যবসায়ীকে ২০০০ (দুই) হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যহত থাকবে। এ সময় গোবরা বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সতেচতন করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, পুলিশের এসআই কাইয়ুম, পুলিশ সদস্য মো: সাজ্জাদ হোসেন।