• 14 Feb, 2025

রূপান্তর-এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু

রূপান্তর-এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু

রূপান্তর-এর উদ্যোগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রূপান্তর ট্রেনিং সেন্টারে দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। রূপান্তর পরিচালিত আশ্বাস প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিতকরণ এবং সচতেনীকরণ বিষয়ক কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) অ্যাক্টভিস্টদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালাটির উদ্বোধন করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দায়িত্ব কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ।

 উদ্বোধনী বক্তৃতায় রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ মানব পাচার প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনকারী সক্রিয় কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মানব পাচার একটি জঘণ্যতম অপরাধ। পাচারের ফলে দরিদ্র মানুষগুলো দরিদ্রতম হচ্ছে এবং সমাজ তাদের হেয় প্রতিপন্ন করছে। কিন্তু এই মানুষগুলোই পরিবার ও দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশে যান। কিন্তু এদেরই একটা উল্লেখযোগ্য অংশ প্রতারণার শিকার হয়ে সব কিছু হারিয়ে নির্যাতিত হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। তাই সক্রিয় কর্মী হিসেবে আমাদের সবাইকে সচেতন করতে হবে যে সব কিছু জেনে বুঝে বৈধভাবে বিদেশ যাবেন এবং একজন যোদ্ধা হিসেবে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখবেন।

কর্মশালায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধিমূলক কর্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এবং পরিচালনা প্রক্রিয়া সম্পর্কে কৌশলগত জ্ঞান লাভ কনেন। কেসিসি, ফুলতলা, দিঘলিয়া ও রূপাসা উপজেলার মানব পাচার হতে ফিরে আসা ব্যক্তি, ইউনিয়ন তথ্য কেন্দ্র্রের সদস্য, যুবনেতা, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, ইউনিয়ন মানব পাচার কমিটির সদস্য, নারী নেত্রী, কমিউনিটি পর্যায়ে সেচ্ছাসেবকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় রূপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে।