নবগঠিত আহবায়ক কমিটির অন্যন্য সদস্যরা হলেন ডেইলি ইনডিপেনডেন্ট'এর মলয় কান্তি কান্তি নন্দী, নড়াইলকন্ঠ'এর সম্পাদক কাজী হাফিজুর রহমান, এনটিভির মুনীর চৌধুরী, দৈনিক বাংলার কার্তিক দাস, আরটিভির মোস্তফা কামাল, নিউজ টুয়েন্টি ফোর'এর খায়রুল আরেফিন রানা, এটিএন বাংলার জহির ঠাকুর, চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, দি নিউ এজ'এর সুলতান মাহমুদ, এখন টিভি ও দৈনিক বনিক বার্তার ইমরান হোসেন এবং দৈনিক আইন বার্তার এড্যাভোকেট রাজু আহমেদ রাজিব।
এর আগে শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, বাংলা ভিশন এর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইলকন্ঠ-এর সম্পাদক কাজী হাফিজুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, নিউজ টুয়েন্টি ফোর এর খায়রুল আরেফিন রানা, একাত্তর টিভির অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও যায়যায় দিনের প্রতিনিধি আল আমিন প্রমূখ।
এসময় প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।