৯০ বছরের ‘বাজার ফান্ড’ ঋণ বন্ধ, বিপাকে ৪০ হাজার ব্যবসায়ী
পার্বত্য চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের প্রাণ ‘বাজার ফান্ডে’র হাত ধরে বন্ধকী ঋণ কার্যক্রম বন্ধ করেছে তিন জেলার প্রশাসন। কোনো ধরনের সরকারি নিষেধ না থাকলেও আমলাতান্ত্রিক প্যাঁচে ৫ বছর ধরে বন্ধ রয়েছে এ ঋণ কার্যক্রম। প্রায় শত বছর ধরে চালু থাকা এ ঋণ না পেয়ে ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে প্রায় ৪০ হাজার ব্যবসায়ীর। পার্বত্য তিন জেলার ১২৪টি বাজারের ব্যবসায়ীরা এ ঋণ কার্যক্রমের অংশ ছিলেন।