‘পিঙ্ক ট্যাক্স’ কী, কেন এই কর দেন নারীরা?
পিঙ্ক ট্যাক্স (গোলাপী কর) শব্দটি প্রথম আলোচনায় উঠে আসে ২০১৫ সালে। নিউইয়র্কের একটি গবেষণায় দেখা যায়, পুরুষের জন্য তৈরি নানা জিনিসের তুলনায় নারীদের জন্য তৈরি জিনিসের দাম বেশি। এটিকে পিঙ্ক ট্যাক্স বলে অবিহিত করা হয়।