• 29 Mar, 2024

নাশকতা মামলা : নড়াইলে বিএনপির ৪৬ নেতাকর্মী জেল হাজতে

নাশকতা মামলা : নড়াইলে বিএনপির ৪৬ নেতাকর্মী জেল হাজতে

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার(২৪ জানুয়ারিবিকালে জেলা  দায়রা জজ আদালতের বিচারক মোআলমাস হোসেন মৃধা  নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপিএমদাদুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়গত ১০ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নাশকতার সম্ভাবনায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে নড়াইলের সদরলোহাগড়াকালিয়া  নড়াগাতি থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়।এ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে লোহাগাড়া থানার  জনকালিয়া থানার ২৩ জন  নড়াগাতি থানার ১৮ জনসহ বিএনপি  এর অঙ্গ সংগঠনের ৪৬ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

৪৬ জনের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেনকালিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সর্দার আনোয়ার হোসেনকালিয়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম শেখকালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক   রাকিবুজ্জামান পাপ্পুলোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম টিপু সুলতানলোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব বাটুল মোল্লাসহ প্রমুখ।