নতুন ফিচারের ফলে অ্যাপের নেটিভ ইন্টারফেসেই রিলস দেখতে পাবেন। এক প্রতিবেদনে বলা হয়, এই ফিচারটি তৈরি হয়েছে অ্যাপেল-এর অ্যাপ ক্লিপের উপর ভিত্তি করে। যা ২০২১ সালে আই ওএস ১৪-এর সঙ্গে চালু করেছিল সংস্থাটি। অ্যাপ ক্লিপে হলো অ্যাপের মিনি ভার্সন।
পুরো অ্যাপ ডাউনলোড না করেই তা অ্যাকসেস করা যাবে। মূলত ব্যবহারকারীরা যাতে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্যই এই ফিচারটি ডিজাইন করতে হবে। আর এই নির্দিষ্ট কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, দ্রুত এবং সহজে পেমেন্ট করা কিংবা বাইক ভাড়া দেওয়া ইত্যাদি।
জানা গেছে, নিজেদের অ্যাপ ভার্সন ৩১৯.০.২-এ অ্যাপ ক্লিপ যোগ করেছেন ইনস্টাগ্রাম। যা আপাতত টেস্ট ফ্লাইটের মাধ্যমে বিটা টেস্টাররা পাচ্ছেন। যেসব ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তারা আইমেসেজ (iMessage) বা অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা রিলের একটি লিঙ্কে ক্লিক করে অ্যাপ ক্লিপটি ট্রিগার করতে পারেন।ইনস্টাগ্রাম অ্যাপের নেটিভ ইউআই (UI)-এ রিল দেখার অনুমতি দেয় অ্যাপ ক্লিপ। এছা্ড়াও অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করা এবং অন্যদের সঙ্গে শেয়ার করারও অনুমতি দিবে নতুন এই ফিচার।
যদিও ৬টি রিল দেখার পরে ইনস্টাগ্রাম অ্যাপটি ডাউনলোড করার নির্দেশ দেয় অ্যাপ ক্লিপ। তবে মজার বিষয় হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে ইনস্টাগ্রামের মূল প্রতিদ্বন্দ্বী টিক টকে একটি অ্যাপ ক্লিপ ব্যবহার করে। যাতে নন-ইউজাররাও তাদের কন্টেন্ট দেখতে পান।
এনএফসি ট্যাগ, কিউআর কোড অথবা শেয়ার করা লিংকের মতো বিভিন্ন পদ্ধতিতে অ্যাপ ক্লিপ গুলো চালু করা যেতে পারে। একবার ব্যবহার শুরু করলে স্ক্রিনের একেবারে নিচের দিকে একটি ছোট উইন্ডো চালু করা যাবে। যেখানে দেখা যাবে অ্যাপের নাম এবং একটি বাটন চালু করা যাবে। ব্যবহারকারীরা যদি একবার ওপেন বাটনটির উপর ক্লিক করে তাহলে ফুল স্ক্রিনে অ্যাপ ক্লিপ চালু হবে। ফলে ব্যবহারকারী নিজের কাজ করতে পারেন। এর ফলে অ্যাপ ক্লিপ আট ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন পাঠাতে পারেন।