• 08 Sep, 2024

‘৬ ওভারেই হেরে গেছি ’

‘৬ ওভারেই হেরে গেছি ’

এশিয়ান গেমসের সেমিফাইনালেরন ম্যাচ শেষেই বাংলাদেশি সাংবাদিকদের মিক্সড জোনে ভিড়। ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্দানা মিডিয়ায় কথা বললেও বাংলাদেশ অধিনায়ক আসেননি। কিছুক্ষণ পর অবশ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ হাসান তিলকারত্নে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মূল জিজ্ঞাসা ছিল মেঘলা আবহাওয়ায় টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তর বিষয়টি। কোচ ও অধিনায়ক এক সুরেই এর ব্যাখ্যা দিলেন, ‘আসলে এখানে অজুহাতের কিছু নেই। আমাদের পরিকল্পনা কাজ করেনি। আমাদের স্পিন শক্তি ভালো। এই কন্ডিশনে আগে ব্যাট করে ১১০-২০ রান করতে পারলে আমরা ফাইট করতে পারতাম। সেটা করতে পারিনি।’

বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ হাসান তিলকারত্নে ম্যাচ হারের কারণ প্রসঙ্গে বলেন, ‘আমরা মূলত প্রথম ছয় ওভারেই হেরে গেছি।’ অধিনায়ক জ্যোতি নিজের আউটকেও টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করলেন, ‘আমি একটু বিল্ড আপ করার চেষ্টা করছিলাম কিন্তু রান আউট হয়ে গেলাম। তারা ভালো বোলিং যেমন করেছে তেমনি আমরা পার্টনারশিপও করতে পারিনি।’

এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল দুই বার অংশগ্রহণ করেছে। দুই বারই রৌপ্য পদক জিতেছে। এবার জ্যোতি দেশ ছাড়ার আগে স্বর্ণ পদকের আশাবাদ ব্যক্ত করেছিলেন। সেমিফাইনালে হেরে যাওয়ায় এখন আগামীকাল ব্রোঞ্জের জন্য লড়তে হবে। তাই আজকের হার ভুলে কাল ব্রোঞ্জের জন্য প্রস্তুত হওয়ার মন্ত্র জ্যোতির কন্ঠে, ‘আমরা এখন আগামীকাল নতুনভাবে শুরু করতে চাই।’ কোচ আজকের ম্যাচের ভুলগুলো শুধানোর কথা বলেছেন।