• 19 May, 2024

টস জিতে বোলিং নেওয়ার কারণ জানালেন রিশাদ

টস জিতে বোলিং নেওয়ার কারণ জানালেন রিশাদ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টসে জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তে বেশ হতাশ দেশের ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপের আগে নিজেদের শক্তির জায়গা ঝালিয়ে নিতে আগে ব্যাট করার পক্ষেই ছিলেন অনেকে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে বোলিং করার সিদ্ধান্তই নিলেন। শেষ পর্যন্ত অবশ্য বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছেন।

পরপর দুই ম্যাচে টস জিতে আগে বল করা নিয়ে রিশাদ বললেন, ‘টস আসলে ব্যাটিং বোলিং যা পাই কোনো সমস্যা নাই। নরমালি আমাদের প্ল্যান থাকে বোলিং যেহেতু অনেক গরম। আমার মনে হয় বিশ্বকাপেও অনেক গরম থাকবে। আমরা চেষ্টা করতেসি অভ্যস্ত হওয়ার জন্য আরকি।’

আগে ব্যাটিং নিলে বিশ্বকাপের অনুশীলন বেশি হত কিনা এমন প্রশ্নে রিশাদ বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। সেটা ক্যাপ্টেন কোচের ব্যাপার। আমরা নরমালি চেষ্টা করি যে রোল থাকে সে রোল প্লে করার। সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক।’

বিশ্বকাপের আগে নিজের বোলিং নিয়ে অতিরিক্ত কিছু করতে চিন না রিশাদ, 'না আপাতত সামনে যেহেতু অনেক খেলা আমি এক্সট্রা কিছু করতে চাচ্ছি না। আমার ন্যাচারাল যা আছে তাতেই আমি আরও শক্তি আনতে চাচ্ছি যেন আরও কার্যকরী হয়।’

বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রিশাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ খুশি। আমি যেমন করতে চাচ্ছি আমি আমার দিক দিয়ে আমি খুশি। ইনশাল্লাহ চেষ্টা করব আরও ভালো করার। অবশ্যই বোলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি কীভাবে কখন কোন বোলিং করতে হবে। আশা করি ইনশাল্লাহ আরও ভালো হবে পরের ম্যাচ।’