কোহলি-কনস্টাসের বিরোধে যার দায় দেখছেন ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান
দুদিন ধরে ‘টক অব দ্য ক্রিকেট’–এ পরিণত হয়েছে বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের মুখোমুখি অবস্থানের বিষয়টি। যার শুরুটা হয়েছে কোহলি অভিষিক্ত অজি ওপেনারকে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার ঘটনায়। কোহলি-কনস্টাসের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতীয় তারকাকেই দায় দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নিক হকলি।