কিউইদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশ দলের সামনে। মাত্রই এশিয়া কাপ শেষ করে আসা দলের অনেকেই বিশ্রাম পাচ্ছেন এই সিরিজে। তবে বিশ্বকাপ ভাবনায় থাকা অনেকেরই যাচাই করার জন্য এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে এই তিন ম্যাচের উপরেই।