একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা
আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা। বিশেষ করে আনরিখ নরকিয়ে। এই ডানহাতি পেসারের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা। উইকেটে যাওয়া-আসার সময়টুকুতে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ভানিন্দু হাসারাঙ্গার দলের! তাসের ঘরের মতো ভেঙে যাওয়া ব্যাটিং অর্ডারে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। ফলে তিন অঙ্কের ঘরে পা দেবার আগেই অলআউট লঙ্কানরা।