জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ফিরোজ সরকার বেলুন উড়িয়ে এ সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অতিথিবৃন্দ ও দর্শকবৃন্দ উৎসবমূখর পরিবেশে সাইক্লিং প্রতিযোগিতা উপভোগ করেন। এ সময় সাইক্লিং প্রতিযোগিতা দেখতে আসা দর্শক, আয়োজক ও সাইক্লিং প্রতিযোগরা ব্যক্ত করেন তাদের অনুভুতি। অনুভুতি প্রকাশকালে ফুটে উঠে তারুণ্যের চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মানের প্রতিছবি।
প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন প্রতিযোগী মাঠে উপস্থিত হন। ছোট বালকদের ২ টি, মধ্যম বালকদের ১টি ও বড় বালকদের ১ টি এবং বালিকাদের ১টিসহ মোট ৫টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালক ছোট(ক) গ্রুপে প্রথম হয়েছেছেন মাহির রহমান, দ্বিতীয় তোফায়েল শেখ ও তৃতীয় হয়েছেন হাফিফ হাসান। বালক ছোট(খ) গ্রুপে প্রথম হয়েছেন অর্ক কর্মকার, দ্বিতীয় রাহুল মালী ও তৃতীয় হয়েছেন হাবিবুর রহমান। বালক মধ্যম গ্রুপ প্রথম হয়েছেন প্রান্ত কর্মকার, দ্বিতীয় নব সরদার ও তৃতীয় হয়েছেন রিত্তিক রায়। ৬০০ মিটার সাইকেল চালিয়ে প্রতিযোগিতায় বড় বালকদের গ্রুপে প্রথম হয়েছেন রাফসান হাসান, দ্বিতীয় ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন মো. খালিদ। বালিকাদের গ্রুপটিতে প্রথম হয়েছেন রানি বিশ্বাস, দ্বিতীয় পায়েল বিশ্বাস ও তৃতীয় হয়েছেন রিয়া রায়।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মামুদ রাসেল, সদরের ইউএনও সঞ্চিতা বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।