• 22 Nov, 2025

শেষ ১২ বলে ৫০ রান, চার ছক্কার বন্যায় ভারতকে বড় টার্গেট দিলো বাংলাদেশ

শেষ ১২ বলে ৫০ রান, চার ছক্কার বন্যায় ভারতকে বড় টার্গেট দিলো বাংলাদেশ

১৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪৪ রান। সেখান থেকে ২০ ওভারের খেলা শেষে স্কোর গিয়ে দাঁড়াল আর কোনো উইকেট না হারিয়ে ১৯৪। শেষ দুই ওভারে ৫০ রান তুলেছেন দুই ব্যাটার।

১৯ তম ওভারে নামান ধীরকে চার ছক্কা ও এক চারের মারে ২৮ রান তুলেছিলেন টাইগার ব্যাটার এসএম মেহেরব। ইনিংসের শেষ ওভারে যোগ হয় আরও ২২ রান। মেহেরবের সঙ্গে ব্যাট চালালেন ইয়াসির আলি রাব্বিও। 

কাতারের দোহায় প্রথম সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় আকবর আলীর দল। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান।

এরপর জিসান আউট হয়েছেন ১৪ বলে ২৬ রান করে। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।

তাকে সঙ্গ দিতে পারেননি জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিও। ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। শেষদিকে ঝোড়ো ইনিংস খেলে দলের রান দুইশোর কাছাকাছি নিয়ে গেছেন মেহেরব ও ইয়াসির রাব্বি।