নিটারের ‘CLKBX’ রোবোটিক্স ফেস্ট ২০২৫ এ দ্বিতীয় রানার-আপ
অপরাজিতা অর্পা (সাভার প্রতিনিধি) ঢাকা: রাজধানীর মিরপুর-১ এর ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ইসলামী ছাত্র শিবির এর আয়োজনে অনুষ্ঠিত ‘ইসমাইল আল-জাজারি রোবোটিক্স ফেস্ট ২০২৫’ এ নিটারের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প “CLKBX Automated Coffee Vending Machine” প্রদর্শন করে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিযোগিতায় নজর কেড়েছে।