‘আমার ছেলে বুকে ফিরে আইছে, অনুরোধটা রাখবেন সুজনকে ফেল করাবেন না’-মা
সুজনের মা সাজেদা বেগম সমাজের দায়িত্বশীল মহলের প্রতি অনুরোধ করে বলেছেন, যারা এসএসসি (দাখিল) পরীক্ষার কর্মকর্তা আছেন তাদের কাছে আমার ক্রোড়জোড়ে অনুরোধ, আমার ছেলে ভয়াঙ্ক পরিস্থিতি মোকাবেলা করে আমার বুকে ফিরে আইছে আপনারা দয়া করেন, আমার ছেলেকে ফেল করাবেন, এই অনুরোধটা রাখবেন!!