• 09 Oct, 2024

যুবদল নেতা জাহাঙ্গীরসহ ১১ জনের ৭ বছর করে কারাদণ্ড

যুবদল নেতা জাহাঙ্গীরসহ ১১ জনের ৭ বছর করে কারাদণ্ড

দশ বছর আগে উত্তরা পূর্ব থানার নাশকতার এক মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত অপর আসামিরা হলেন— উত্তর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার আরও ৩৮ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করেছিল পুলিশ।