যশোর প্রতিনিধি:
যশোর সদরের রহমতপুর সরোজিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে অশ্লীল আচরণ ও অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের অভিযোগ করেছেন এক শিক্ষার্থীর অভিভাবক।
গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে মোঃ শাহিন হোসেন নামের ওই শিশুর বাবা যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া তার মেয়ের প্রতি শিক্ষক তরিকুল ইসলাম বহুবার অশোভন আচরণ এবং অনাকাঙ্ক্ষিতভাবে গায়ে হাত দেন। এতে মেয়েটি নিরাপত্তাহীনতায় স্কুলে যেতে অস্বীকৃতি জানায়। পরিবারের চাপে কারণ জানতে চাইলে ছাত্রীটি বিষয়টি খুলে বলে।
ঘটনার পর অভিভাবক আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে সহকারী শিক্ষক তরিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন।
যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন,“আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিও’কে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”