ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, রূপগঞ্জ বাজারে মেসার্স নড়াইল বীজ ভান্ডারে একটি কৃষি পণ্যের মোড়কে পণ্যের মূল্য, উৎপাদন ও মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে তাকে ২,০০০ (দুই হাজার) টাকা এবং একই বাজারে মেসার্স মোল্যা বীজ ভান্ডার জেলা বীজ প্রত্যয়ন অফিসের অনুমতি ছাড়া নিজের ইচ্ছামত বীজ প্যাকেটজাত করা এবং ওই প্যাকেটের গায়ে মূল্য ও মেয়াদ উল্লেখ না করার অপরাধে তাকে ৬,০০০ (ছয় হাজার) টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় নড়াইল জেলা বীজ প্রত্যয়ন অফিসার নন্দীতা রায় জানান, মেসার্স মোল্যা বীজ ভান্ডারের মালিক বীজ প্যাকিটং করার আগে বীজ প্রত্যয়ন নীতিমালা অনুসরণ করেননি, এমন কি প্যাকেটের গায়ে মূল্য লেখেননি এটা দন্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে আমার সংশ্লিষ্ট হয়ে আমরা এ অভিযান করেছি এবং ভোক্তা আইনে নড়াইলের রূপগঞ্জ বাজারের দুটি বীজ ভান্ডারকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষক পর্যায় ভালো মানের বীজ সরবরাহ নিশ্চিত করতে নড়াইলে বীজ ভান্ডার গুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিতি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার নন্দীতা রায়, জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমানসহ প্রমুখ।