• 14 Jun, 2025

“তামাক নয়, তারুণ্যের জয়” — বিশ্ব তামাকমুক্ত দিবসে নড়াইলে নানা আয়োজন

“তামাক নয়, তারুণ্যের জয়” — বিশ্ব তামাকমুক্ত দিবসে নড়াইলে নানা আয়োজন

আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। “তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও পালিত হলো দিবসটি। তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখতে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

নড়াইল, ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নড়াইলে শনিবার (৩১ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল—“তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি”।

সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়, যা আদালত চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা আনসার কমান্ডার নূরুল আবছার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কুমার নাগ, বিজ্ঞ পিপি ও নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান এবং প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সহকারী কমিশনারবৃন্দ, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

আলোচনায় বক্তারা বলেন, “শুধু আইন করে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য চাই সচেতন সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা এবং রাজনৈতিক সদিচ্ছা।”

3102.jpgঅনুষ্ঠান শেষে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

🔥 বাংলাদেশের প্রেক্ষাপটে তামাকের ভয়াবহতা:
প্রতি বছর বাংলাদেশে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন (সূত্র: WHO)

দেশের ৩৫% প্রাপ্তবয়স্ক এখনো কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করেন

তরুণদের মধ্যে ই-সিগারেট ও ভ্যাপিংয়ের প্রবণতা দ্রুত বাড়ছে

তামাক ব্যবহারে বছরে ৩০ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে দেশের