বড় জয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট টেবিলে রদবদল ঘটছে দু’দিন পরপরই। যদিও যথারীতি দাপট রয়েছে লিভারপুলের। তবে তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে আবারও টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। দাপুটে ম্যাচে গানাররা ৩-০ গোলে ব্রাইটনকে হারিয়েছে।