নড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
নড়াইলকণ্ঠ : " সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।
শার্শা প্রতিনিধি(যশোর): সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শার সাংবাদিক ইকরামুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করেছে মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিকুল ইসলাম । আহত সাংবাদিক ইকরামুল ইসলাম ও তার ভাই কবির হোসেনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ইকরামুল ইসলাম বাদি হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নড়াইলকণ্ঠ : " সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।
নিজস্ব প্রতিনিধি: ১লা নভেম্বর (শনিবার) কুমিল্লাতে সকাল ১০ ঘটিকায় ড.মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রভাষক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে এক ভিন্ন বার্তা দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি ঘোষণা দেন — “নড়াইল হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন”। এসময় তিনি জোর দিয়ে বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী আর কখনো হিন্দু সম্প্রদায়কে ‘সংখ্যালঘু’ হিসেবে সম্বোধন করবেন না।