সভার শুরুতে রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের বিগত বছরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারী কাজী ইসমাইল হোসেন লিটন। এ সময় তিনি ২০২৩ সনের বার্ষিক প্রতিবেদন এবং ২০২৪ সনের ইউনিটের প্রস্তাবিত বাজেট উপস্থান করেন। উপস্থিত সকলের সমর্থনে বার্ষিক প্রতিবেদন ও বাজেট অনুমোদন দেয়া হয়।
পরে সভার সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত ইউনিটের কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেন।
এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার এ্যাডভোকেট এস এ মতিন, আজীবন সদস্য ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হেমায়েতুল্লাহ হিরু প্রমুখ।
সাধারণ সভায় প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।