তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৫ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলার কালিয়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মাজেদ মোল্লর ছেলে ছিলেন।
শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে দুপুর ২টায় তাঁর প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। নড়াইল জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। জানাজা ও গার্ড অব অনার শেষে নড়াইল পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা অ্যাডভোকেট মোল্লা খবির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ, বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।