লক্ষীপুর জেলা রায়পুর পৌর ৫ নং ওয়ার্ড নির্বাচন এই ওয়ার্ডের সভাপতি হিসেবে জয় পেয়েছেন বিল্লাল মিয়া, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন খোরশেদ আলম।
রায়পুর পৌর বিএনপি'র সভাপতি এবিএম জিলানী জানান, প্রতি ওয়ার্ডের কমিটি নির্বাচনে ১২১ জন ভোটার রয়েছেন। উক্ত ১২১ জনের ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কমিটির অন্যান্য পদ পূরণ করা হবে।
তিনি আরো জানান, ৫ নং ওয়ার্ড কমিটির নির্বাচন শুরু হয় দুপুর ২টায় ।প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে। এরপর ৯টি ওয়ার্ড কমিটির ৪৫৯ জনের ভোটে পৌর কমিটি গঠন করা হবে। অনুরূপভাবে উপজেলা ও জেলা কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।স্কুলে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়।উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ভুইয়া কামাল রায়হান, সদস্য ভিপি জাকির হোসেন হাওলাদার, আনিসুল হক, এডঃ আবদুল মজিদ ও ইকবাল হোসেন পাটোয়ারী।