• 09 Oct, 2024

প্রায় ৩মাস হলো এখনও সন্ধান মেলেনি আমার গোপালের -মা

প্রায় ৩মাস হলো এখনও সন্ধান মেলেনি আমার গোপালের -মা

নড়াইলকণ্ঠ ॥ দুই মাস ১৭ দিন পরও সন্ধান মেলেনি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী গোপালের। গোপাল ওই গ্রামের মলয় বালার ৫ম ছেলে। সে প্রতিবন্ধী ভাতাও পায়। সে কখনও স্কুলে যায়নি।

প্রতিবন্ধী গোপালের মা মিনা বালা নড়াইলকণ্ঠকে বলেন,গত ০৩ মার্চ ২০২৩ তারিখ বেলা আনুমানিক ১২টায় সে (গোপাল বালা) বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তারপর থেকে বহু খোঁজাখুজি করে না পেয়ে গত ০৯ মার্চ ২০২৩ তারিখ নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। জিডি নং-৩৪৪, তাং-০৯/০৩/২০২৩।

তিনি জানান, আমার ছেলে গোপালের গায়ের রং শ্যামলা, মূখমন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৫ফুট ৭ ইঞ্চি, পরনে ছিল শার্ট প্যান্ট।

গোপালের মা মিনা বালা বলেন, ০২ মাস ১৭ দিন অতিবাহিত হলেও আমরা ছেলেটির এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। তার কোন সন্ধান যদি কেউ পান তাহলে আমার ছোট ছেলে নেপাল বালার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি (০১৮৯২৮৪৫৩৩৯)।