শুক্রবার (০৮ মার্চ) বাদ জুম্মা নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান মেসার্স ইডেন প্রাইজের প্রোপাইটার বিশিষ্ট সমাজসেবক মো: রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে মসজিদে হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবে এজন্য আমি কৃতজ্ঞ।
এ সময় তিনি রেজাউল আলমকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আমি আমার সাধ্যমত এলাকার মসজিদ গুলো আরো ভালো করার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মসউদ (নয়ন), আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে মোঃ শহিদুল ইসলাম,ওমায়ের উদ্দিন বিন হেলাল উদ্দিন, লোহাগড়াা সরকারি আদর্শ কলেজের সহকারি অধ্যাপক মো: তারেক আলম, বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির, অত্র ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।