• 09 May, 2024

নড়াইলের কালিয়ায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

নড়াইলের কালিয়ায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

নড়াইলের কালিয়া উপজেলায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে ২৫ কোটি ৫৯ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

উদ্বোধন করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কালিয়া পৌর এলাকায় শহীদ এখলাছ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যায়ল, শাহাবাগ ইউনাইটেড একাডেমি, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ, চাঁচুড়ি-পুরুলিয়া উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, যাদবপুর দাখিল মাদ্র্ররাসা, খড়রিয়া এ জি এম উচ্চ বিদ্যালয়,  জে এম পি আলতাফ মোল্যা ও হাবিবুল আলম বীরপ্রতীক কলেজ।

উদ্বোধন অনুষ্ঠানকালে প্রধান অতিথি সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী, পেড়লী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশ হাজরা, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।