শুক্রবার (১৯ জানুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্ব¡তত্ত্বাবধানে এসআই এইচ এম সাইফুল্লাহ, এসআই টিপু সুলতান ও এএসআই তুহিন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজারের জনৈক তছিকুল ইসলামের ওষুধের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।