• 08 Sep, 2024

নড়াইলে ওয়াজ মাহফিল শুনে বাড়িতে ফেরার পথে যুবক হত্যা

নড়াইলে ওয়াজ মাহফিল শুনে বাড়িতে ফেরার পথে যুবক হত্যা

নড়াইলে ওয়াজ মাহফিল শুনে বাড়িতে ফেরার পথে নিলয় নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত নিলয় মোল্লা পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব হতে ওৎ পেতে থাকা শাকিল খান ও তার সঙ্গীগণ  উক্ত হত্যাকাণ্ডটি ঘটিয়ে পালিয়ে যায়।

শুক্রবার (০১ মার্চ) রাত দেড়টার দিকে নড়াইল জেলার কালিয়া উপজেলায় নারী ঘটিত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারনা এলাকাবাসীর। নিহত নিলয় মোল্লা (১৫) কালিয়ার নড়াগাতী থানার টোনা গ্রামের - পিকু মোল্লার ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, ব্রাক্ষ্মণপাটনা গ্রামের কামরুক খানের ছেলে শাকিল খান (১৭) এর নেতৃত্বে, অজ্ঞাতনামা ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে নিলয়কপ কুপিয়ে হত্যা করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ১০/১৫ দিন পূর্বে শাকিল খান, স্থানীয় ঝুমা খানম (২০) কে ইভটিজিং করাকে কেন্দ্র করে, নিহত নিলয় মোল্লা শাকিল খানকে মারধর করে। 

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাকিল খান উক্ত হত্যাকাণ্ড টি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।