• 13 Oct, 2025

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে কালনা-কামঠানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

নড়াইলকন্ঠ : নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-কামঠানা রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি কামঠানা এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।” 

স্থানীয়রা জানান, নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার গায়ে নীল রঙের টি-শার্ট এবং পরনে জিন্সের প্যান্ট ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি।