‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলের লোহাগড়ায় ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজের করনীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) দুপুরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. প্রফেসর ফরিদ আহমেদ।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম।
এসময় সবাইকে প্রতিদিন ভালো কাজের পরামর্শ দেওয়া হয়। এছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐহিত্য দাস, ঐশ্বর্য দাস, নুসরাত ইসলাম, লামিয়া জামান, তাসনিয়া জামান ও সামিয়া খানমকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।