ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক নাসিম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলকণ্ঠ : স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নড়াইল-যশোর সড়কের নড়াইল চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘন্টাব্যাপী দীর্ঘ লাইনে দাড়িয়ে মানববন্ধন চলাকালে সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা শতভাগ বাস্তবায়ন, মহিলা কোটা সংশোধনপূর্বক যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ সহ ১৩ দফা বাস্তবায়নের দাবি তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক নেতৃবৃন্দ।বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার সভাপতি ও শাহাবাদী মাজীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল করিম, বরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নাছির উদ্দিন, সহ-সভাপতি মুফতি মাওঃ মোঃ আব্দুর রকিব, সহসাধারণ সম্পাদক মাওঃ মোঃ আশরাফ আলী, সদর উপজেলা সভাপতি মাওঃ মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আমিনুর রহমান, সহসাধারণ সম্পাদক কেএম আফসার উদ্দিন, লোহাগড়া উপজেলা সহসভাপতি মাওঃ এটিএম বায়েজিদ বরকতী, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ বদরুল ইসলাম, কালিয়া ্পজেলা শাখার সভাপতি মাওঃ দবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ এসএম ইকবাল সাঈদী, সহসভাপতি মাওঃ মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।
বক্তারা, অবিলম্বে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখঅর জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানান।দাবি মানা না হলে আগামীতে আরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।
মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলে দুই আসনে ১৬ এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।