• 02 Dec, 2023

নড়াইলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নড়াইলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নড়াইলকণ্ঠ : স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১৪ নভেম্বরদুপুরে নড়াইল-যশোর সড়কের নড়াইল চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী দীর্ঘ লাইনে দাড়িয়ে মানববন্ধন চলাকালে সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণস্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা শতভাগ বাস্তবায়নমহিলা কোটা সংশোধনপূর্বক যোগ্য  মেধাবী শিক্ষক নিয়োগ সহ ১৩ দফা বাস্তবায়নের দাবি তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক নেতৃবৃন্দ।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার সভাপতি  শাহাবাদী মাজীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল করিমবরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নাছির উদ্দিনসহ-সভাপতি মুফতি মাওঃ মোঃ আব্দুর রকিবসহসাধারণ সম্পাদক মাওঃ মোঃ আশরাফ আলীসদর উপজেলা সভাপতি মাওঃ মোঃ জিল্লুর রহমানসাধারণ সম্পাদক মাওঃ মোঃ আমিনুর রহমানসহসাধারণ সম্পাদক কেএম আফসার উদ্দিনলোহাগড়া উপজেলা সহসভাপতি মাওঃ এটিএম বায়েজিদ বরকতীসাধারণ সম্পাদক মাওঃ মোঃ বদরুল ইসলামকালিয়া ্পজেলা শাখার সভাপতি মাওঃ দবির উদ্দিনসাধারণ সম্পাদক মাওঃ এসএম ইকবাল সাঈদীসহসভাপতি মাওঃ মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।

বক্তারাঅবিলম্বে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখঅর জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম  পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানান।দাবি মানা না হলে আগামীতে আরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।
image-28.jpeg
মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

কর্মসূচিতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।