• 26 Apr, 2024

নড়াইলে মিড ডে মিল চালু

নড়াইলে মিড ডে মিল চালু

নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে মিড ডে মিল চালু করা হয়েছে।

নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে মিড ডে মিল চালু করা হয়েছে।গ্রামীণ শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে  কার্যক্রম চালু করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার মুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে মিড ডে মিল চালু কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমানমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

উদ্বোধনী দিনে মুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৪৫ জন শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল বিতরণ করা হয়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধিগণ্যমান্য ব্যক্তিবর্গঅভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।